শনিবার (২১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলারচর বড়বাড়িয়া গ্রামের মাখন বৈরাগীর ছেলে আকাশ বৈরাগী (৪০) ও চিংগড়ী গ্রামের বেলায়েত শেখের ছেলে এরশাদ শেখ (৩৫)।
ইউএনও মো. মারুফুল আলম বাংলানিউজকে জানান, আকাশ ও এরশাদ চার/পাঁচদিন আগে ওমান থেকে বাড়িতে আসেন। হোম কোয়ারেন্টিনে থাকার জন্য এলাকার মানুষ তাদের বুঝিয়েছে। তারপরও তারা কোয়ারেন্টিনে না থেকে অবাদে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দু’জনকে সাত হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের পরিবারসহ ওই প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস