ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে রাজৈরে ৬ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে রাজৈরে ৬ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর: অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ৯২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২১ মার্চ) উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা কাঁচামালের পাইকারি বাজার ও চাল বাজারে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসকে পুঁজি করে গুজব ছড়িয়ে শনিবার ব্যবসায়ীরা অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রি করতে শুরু করেছে- এমন খবর পেয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই পাইকারি বাজারে অভিযান চালায়।

অভিযানে মূল্য তালিকা না টাঙানোর কারণে বাজার কমিটির সভাপতি আবুল হোসেন শেখকে ৩০ হাজার, ব্যবসায়ী খোকন খালাসী ও তারা মিয়াকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন।  

এছাড়া দুপুরের দিকে রাজৈর উপজেলার টেকেরেহাট চালের বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রি করায় ব্যবসায়ী হরিপদ সাহাকে ১০ হাজার, খায়রুল ইসলাম ও মোতালেব মাতুব্বরকে ৬ হাজার করে ১২ হাজার টাকা জরিমানা করেন।  
স্যানিটারি ইন্সপেক্টর নুরুজ্জামান মোল্লা ও রাজৈর থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।  

সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বাংলানিউজকে জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তাছাড়া ভোক্তারা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।