শনিবার (২১ মার্চ) উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা কাঁচামালের পাইকারি বাজার ও চাল বাজারে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসকে পুঁজি করে গুজব ছড়িয়ে শনিবার ব্যবসায়ীরা অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রি করতে শুরু করেছে- এমন খবর পেয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই পাইকারি বাজারে অভিযান চালায়।
এছাড়া দুপুরের দিকে রাজৈর উপজেলার টেকেরেহাট চালের বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রি করায় ব্যবসায়ী হরিপদ সাহাকে ১০ হাজার, খায়রুল ইসলাম ও মোতালেব মাতুব্বরকে ৬ হাজার করে ১২ হাজার টাকা জরিমানা করেন।
স্যানিটারি ইন্সপেক্টর নুরুজ্জামান মোল্লা ও রাজৈর থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বাংলানিউজকে জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তাছাড়া ভোক্তারা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস