শনিবার (২১ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব উপজেলা সদরের ভৈরবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সাইফুল ইসলাম (২৮) ও কিবরিয়া (৩০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব উপজেলা সদরের ভৈরবপুর এলাকার একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি মোটরসাইকেলসহ সার্ভিসিং সেন্টারটি পুড়ে যায়। এ সময় সাইফুল ইসলাম ও কিবরিয়া নামে দুইজন দগ্ধ হন। লোকজন দগ্ধ দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
ভৈরব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এনটি