শনিবার (২১ মার্চ) মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকায় এ কাজ শুরু হয়।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিদেশ ফেরত ব্যক্তিরা করোনা ভাইরাস ছড়ানোর জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে প্রতিটি অঞ্চলে ব্যাপক যাচাই-বাছাইসহ কঠোরভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সব প্রকার গণজমায়েত বন্ধসহ কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নিয়ম মানার ব্যাপারে বাধ্যবাধকতা জারি করেছে প্রশাসন। অন্যথায় জেল জরিমানা করা হবে বলে জানান তিনি।
মাগুরা জেলা সিভিল সার্জন অফিসার প্রদীপ কুমার সাহা বাংলানিউজকে বলেন, মাগুরার চার উপজেলা মোট ১৪৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যেগে বিদেশ ফেরত ব্যক্তিরা যাতে বাড়ির বাইরে যেতে না পারে সেজন্য তাদের বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এনটি