ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে চাল বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় ৪ দোকানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
বেশি দামে চাল বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় ৪ দোকানকে জরিমানা

চুয়াডাঙ্গা: করোনা ভাইরাসকে পুঁজি করে গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় চার দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান।

বাংলানিউজকে ইউএনও সাদিকুর রহমান জানান, করোনা ভাইরাসের প্রভাবকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে চাল বিক্রি করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বাজারের খুচরা চাল বিক্রেতা মুক্তার আলীকে ১৫ হাজার, পিন্টুকে পাঁচ হাজার, নাসির উদ্দিনকে পাঁচ হাজার ও পাইকারি চাউল বিক্রেতা মেসার্স জাহানারা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।