শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান।
বাংলানিউজকে ইউএনও সাদিকুর রহমান জানান, করোনা ভাইরাসের প্রভাবকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে চাল বিক্রি করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বাজারের খুচরা চাল বিক্রেতা মুক্তার আলীকে ১৫ হাজার, পিন্টুকে পাঁচ হাজার, নাসির উদ্দিনকে পাঁচ হাজার ও পাইকারি চাউল বিক্রেতা মেসার্স জাহানারা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস