ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মেস-ছাত্রাবাস বন্ধ, বসবে না পশুহাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
কুষ্টিয়ায় মেস-ছাত্রাবাস বন্ধ, বসবে না পশুহাট

কুষ্টিয়া: প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তাররোধে কুষ্টিয়ার সব ছাত্রাবাস ও মেস সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। 

শনিবারের (২১ মার্চ) মধ্যেই এসব মেস ও ছাত্রাবাসের শিক্ষার্থীদের স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার সব পশুহাটও বসবে না বলেও নির্দেশ দিয়েছে প্রশাসন।

জেলা ও উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার এ নির্দেশনা দেওয়া হয়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শহরের সব ছাত্রাবাস ও মেস সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে। শিক্ষার্থীরা শনিবারের মধ্যেই মেস ত্যাগ করে বাড়িতে চলে যাবে।

কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, জেলাজুড়ে করোনা ভাইরাসের সতর্কতার অংশ হিসাবে গণজমায়েত করা নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেরা কঠোর অবস্থানে রয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের ওপরে রাখা হয়েছে কঠোর নজরদারি।  

তিনি আরও জানান, কুষ্টিয়ার সব বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। একইসঙ্গে গণজমায়েত বন্ধে বিয়েসহ সব অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে জেলার সব পশুহাটগুলো।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।