ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: ডেনমার্কের ভিসা বন্ধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
করোনা: ডেনমার্কের ভিসা বন্ধ

ঢাকা: করোনা ভাইরাসের কারণে ডেনমার্কের ভিসা আবেদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 

শনিবার (২১ মার্চ) ঢাকার ডেনমার্ক দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, চলমান নিষেধাজ্ঞার কারণে ডেনমার্কের ভিসা আবেদন সম্ভব নয়।

ভিসার জন্য অনলাইন ও ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারেও ( ভিএফসি) আবেদন করা যাবে না।  

তবে ২০ মার্চের আগে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো প্রক্রিয়াধীন থাকবে।

ভিসা প্রক্রিয়া বন্ধ থাকলেও আগামী ১৪ এপ্রিলের মধ্যে ডেনমার্কে জরুরিভাবে যাওয়ার প্রয়োজন হলে ঢাকার ডেনিস দূতাবাসে আবেদন করা যাবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
টিআর/এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।