শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব গণ সমাগম বন্ধ করে দেওয়া হয়।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাগনভূঞায় গণ জামায়েত নিষিদ্ধ করা হলেও আয়োজকরা বিষয়টি আমলে না নেওয়ায় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান ঘটনাস্থলে গিয়ে গণ সমাগম বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, করোনা ঠেকাতে উপজেলায় গণ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আগামিতে যারা এ আদেশ মানবে না, তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক অবস্থানের কথা চিন্তা করে তাদের পরিচয় উল্লেখ করেননি তিনি।
অপরদিকে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে অভিযান চালাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসএইচডি/এমকেআর