ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারী: নীলফামারীর ডোমারে  কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। 

শনিবার (২১ মার্চ) রাত ৯ টার দিকে নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ কালিতলায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন- ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ি গ্রামের চাকঠাপাড়ার মৃত ওফির উদ্দিনের ছেলে ভ্যানচালক সাইফুল ইসলাম (৫০) ও উপজেলার হরিণচড়া ইউনিয়নের নিলাহাটী শালমারী গ্রামের মৃত. রফিক উদ্দিনের ছেলে যাত্রী আজিজার রহমান (৭০)।

আহত ব্যক্তির নাম আব্দুল হাকিম (৫০)। তিনি শাহমারী গ্রামের ওসরত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডোমারমুখী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে নীলফামারীমুখী অটোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় এবং একজন আহত হয়। পরে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে এসে মরদেহ দুইটি উদ্ধার করেন। আহত আব্দুল হাকিমকে প্রথমে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে এবং পরে  রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

সিনিয়র এএসপি জয়ব্রত পাল, নীলফামারী ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক এনামুল হক প্রামাণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।