শনিবার (২১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন। উপজেলার আড়াইহাজার বাজার, গোপালদী বাজার, শান্তির বাজার, কালীবাজার, কামরানী চর বাজার, পুরিন্দা বাজার ও পাঁচরুখী বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এসময় আলামিন স্টোরকে ১০ হাজার, আলমগীর স্টোরকে ৫ হাজার, মনির স্টোরকে ৫ হাজার, জুয়েল রাইস এজেন্সীকে ৫ হাজার, মনির রাইস এজেন্সীকে ৩০ হাজার, গফুর রাইস এজেন্সীকে ৩০ হাজার, জোটন স্টোরকে ২ হাজার, প্রদীপ রাইস এজেন্সীকে ২০ হাজার ও হাজী কামাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন জানান, সবকিছুর সরবরাহ স্বাভাবিক থাকলেও অতিরিক্ত মূল্য ক্রেতাদের কাছ থেকে আদায়ের কারণে ৯ দোকানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন বলেন, আমাদের এ অভিযান নিয়মিত চলবে। অতিরিক্ত মূল্য আদায় কিংবা মজুদদারি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমকেআর