তিনি ময়মনসিংহ কোতোয়ালি থানার নাওমহন এলাকার লুৎফর রহমানের ছেলে।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম।
তিনি জানান, সন্ধ্যা ছয়টার দিকে কারাগারের ভেতরে মিন্টু বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে। ২০১৫ সালের ২ অক্টোবর গ্রেফতারের পর ওই বছরের ২৪ অক্টোবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় মিন্টুকে। তার হাজতি নম্বর ছিল ৩৫৫৫/২০১৫।
জেলার আরও জানান, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মিন্টুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরএস/এসই/এমআরএ