ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

‘করোনার টিকা’ বিক্রির সময় দুই জন আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
‘করোনার টিকা’ বিক্রির সময় দুই জন আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা ভাইরাসের টিকা বিক্রির অভিযোগে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এর আগে তাদের ‘গণধোলাই’ দিয়ে জুতার মালা পরানো হয়।

রোববার (২২ মার্চ) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকা থেকে ওই দুই জনকে আটক করা হয়।

জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়।

রোববার সকালে সাধারণ মানুষ সেখানে এলে এক ধরনের ইনজেকশন দিয়ে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করতে শুরু করেন তারা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে।

আটক দুই জন হলেন- যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলাম।

তাদের তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ জানান, এলাকাবাসীর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে বেশ কিছু ভিটামিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।