ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
গোদাগাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পদ্মার চর থেকে রফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে কোদালকাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে।

জাতীয় জরুরিসেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে রোববার (২২ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ওই পথ দিয়ে যাওয়ার পথে স্থানীয়রা প্রথমে নিহতের মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে তারা জাতীয় জরুরিসেবা ‘৯৯৯’এর ফোন দেন।

এরপর সেখান থেকে রাজশাহী পুলিশ সুপারের (এসপি) সাথে কথা বলেন। এরপর এসপির নির্দেশ গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির শরীরের নির্যাতনের চিহ্ন রয়েছে। এছাড়া তার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছিল। তাতে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি পদ্মার বালুর চরে ফেলে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।