ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩ জন, মোট ২৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩ জন, মোট ২৭

ঢাকা: দেশে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। আক্রান্তদের মধ্যে দুজন বিদেশফেরত।

রোববার (২২ মার্চ) মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন।

মারা গেছেন দু’জন।

মীরজাদী ফ্লোরা বলেন, আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে ফিরে গেছেন, আজই দুজনকে ছেড়ে দেওয়া হবে।  দুজন মারা গেছেন, আর ২০ জন চিকিৎসা নিচ্ছেন। নতুন আক্রান্তদের দু’জন দেশের বাইরে থেকে এসেছেন। একজন সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

পৃথিবীজুড়ে রোববার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজার এক জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫ হাজার ৮৭৪ জন।  


বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
পিএস/​এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।