রোববার (২২ মার্চ) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিক করেছেন কোস্টগার্ডের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার (পেটি অফিসার) মো. বেলায়েত হোসেন।
এর আগে শনিবার (২১ মার্চ) দিনগত রাতে ওই ইউনিয়নে ছোনবুনিয়া বেড়িবাঁধ এলাকা থেকে মাংসগুলো জব্দ করা হয়।
মো. বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, ছোনবুনিয়া বেড়িবাঁধ হয়ে দু’টি মোটরসাইকেলে করে বস্তায় হরিণের মাংস নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে অভিযান চালানো হয়। সেসময় অভিযানে বিষয়টি টের পেয়ে মোটরসাইকেল দু’টি ও একটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা চলে যায়। পরে ওই বস্তা থেকে ২৬ কেজি হরিণের মাংস জব্দ যায়।
জব্দ করা হরিণের মাংসগুলো ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসআরএস