ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে ফিরলেই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ভারত থেকে ফিরলেই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে

বেনাপোল (যশোর): ভারত থেকে বাংলাদেশে ফিরে আসা প্রত্যেক পাসপোর্ট যাত্রীকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিচ্ছে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এছাড়াও তাদের হাতে হোম কোয়ারেন্টিনের সিল মেরে দিচ্ছে বেনাপোল ইমিগ্রেশনে চিকিৎসা সেবায় নিয়োজিত যশোর জেলা পুলিশ।

রোববার (২২ মার্চ) থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এ সিল মারতে দেখা যায় যশোর জেলা পুলিশকে।

বেনাপোল ইমিগ্রেশনের মেডিক্যাল অফিসার বিচিত্রা মল্লিক জানান, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতে যান চিকিৎসার জন্য।

তারা ভারতের চেন্নাই, ভেলোর, ব্যাঙ্গালুর, ও কলকাতাসহ বিভিন্ন রাষ্ট্রে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে থাকে। বর্তমানে ভারতে করোনার প্রভাব বেড়ে চলেছে। এজন্য ভারত থেকে আসা  বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে দেশে এ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি। যাতে দেশে এ ভাইরাস সংক্রমণ না হয় তাই তাদের হাতে সিল মেরে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হচ্ছে।

পাসপোর্টধারী যাত্রীরা জানান, আমাদের নিজেদের যেমন সুস্থ থাকতে হবে। তেমনি নিজের পরিবারের সদস্য ও সমগ্র দেশের মানুষের স্বার্থে আমাদের স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকা দরকার। আমরা যারা দেশের বাইরে থেকে দেশে ফিরছি তারা যেন নিজ স্বার্থ ত্যাগ করে ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে জানান, বর্তমানে করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। এ ভাইরাস রোধে সমস্ত প্রবাসী বাংলাদেশিদের যেমন ১৪ দিনের কোয়ারান্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক তেমনি দেশের স্বার্থে ভারত ফেরত সব পাসপোর্ট যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য আদেশ দেওয়া হচ্ছে। এবং তাদের হাতে সিল মারা হচ্ছে। কোয়ারেন্টিনে যদি মেনে চলা হয় তবে এ ভাইরাস পরিত্রাণ পাওয়া সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।