রোববার (২২ মার্চ) দুপুর আড়াইটা থেকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী দেখা বন্ধ করে এ কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনা ভাইরাস আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ বেড়েছে, চিকিৎসকদের মনেও রয়েছে একই রকমের উদ্বেগ। কারণ রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকরাই রয়েছেন অনেকটা অরক্ষিত। গত কয়েকদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইন্টার্ন চিকিৎসকরা তাদের পিপিই দাবি করলেও ব্যবস্থা হয়নি। এ অবস্থায় সংক্রমিত হওয়ার ভয়ে প্রয়োজনীয় পিপিই ছাড়া কোনো ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ডগুলোতে চিকিৎসা দিতে যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুমেক হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ বাংলানিউজকে বলেন, ইন্টার্ন চিকিৎসকরা এসেছিল ওদের মাস্ক, হ্যান্ড গ্লাভস দিয়েছি। এরপরও যদি ওরা আন্দোলন করে তাহলে আমার কিছু করার নেই।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআরএম/ওএইচ/