ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পণ্যের অধিক মূল্য চাওয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
পণ্যের অধিক মূল্য চাওয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা: নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দাম চাওয়ায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ মার্চ) রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন সেক্টরের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএনসিসি। এ সময় নির্ধারিত মূল্যে রাখা হচ্ছে কিনা তা যাচাই করা হয়।

আদালতে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন।

আদালত পরিচালনাকালে পণ্যের অধিক মূল্য চাওয়ার কারণে দুইজন বিক্রেতাকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ও ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে বিভিন্ন বাজার কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং প্রতিটি মার্কেটে হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করা হয় বলে জানানো হয় ডিএনসিসির পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।