রোববার (২২ মার্চ) রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন সেক্টরের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএনসিসি। এ সময় নির্ধারিত মূল্যে রাখা হচ্ছে কিনা তা যাচাই করা হয়।
আদালত পরিচালনাকালে পণ্যের অধিক মূল্য চাওয়ার কারণে দুইজন বিক্রেতাকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ও ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বিভিন্ন বাজার কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং প্রতিটি মার্কেটে হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করা হয় বলে জানানো হয় ডিএনসিসির পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসএইচএস/এএটি