ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় কোয়ারেন্টিনে আরও ২৯১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
সাতক্ষীরায় কোয়ারেন্টিনে আরও ২৯১

সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরও ২৯১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে গত ৭ দিনে বিদেশ ফেরত ৬৯০ জনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে বিদেশ থেকে আসা ব্যক্তিদের শরীরে সিল মেরে দেওয়া হচ্ছে।

এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৫৫ জন, আশাশুনিতে ৪৬, দেবহাটায় ২৫, কালিগঞ্জে ১২৪, কলারোয়ায় ২৪৪, শ্যামনগরে ১০২ ও তালা উপজেলায় ৯৩ জন রয়েছে।  
এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছে ভারত ফেরত একজন।

সাতক্ষীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানিয়েছেন, বিদেশ থেকে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

তবে, গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিদেশ থেকে সাতক্ষীরায় এসেছে ৯ হাজার ৩২৪ জন মানুষ। এর মধ্যে ভারত থেকে আসা মানুষের সংখ্যা ৯৮ ভাগ।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।