এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৫৫ জন, আশাশুনিতে ৪৬, দেবহাটায় ২৫, কালিগঞ্জে ১২৪, কলারোয়ায় ২৪৪, শ্যামনগরে ১০২ ও তালা উপজেলায় ৯৩ জন রয়েছে।
এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছে ভারত ফেরত একজন।
সাতক্ষীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানিয়েছেন, বিদেশ থেকে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।
তবে, গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিদেশ থেকে সাতক্ষীরায় এসেছে ৯ হাজার ৩২৪ জন মানুষ। এর মধ্যে ভারত থেকে আসা মানুষের সংখ্যা ৯৮ ভাগ।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরএ