রোববার (২২ মার্চ) টেলিযোগাযোগ কোম্পানিটি বিজ্ঞপ্তিতে জানায়, সারাবিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এ সময়ে গ্রাহক, অংশীদার ও কর্মীদের নিরাপত্তাই আমাদের প্রথম এবং প্রধান বিবেচ্য।
‘সচেতনতামূলক কাজের অংশ হিসেবে, আজ থেকেই গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের মোবাইলে ‘স্টে হোম’ নিয়ে বার্তা পেয়েছেন। বার্তাটি গ্রাহকের মোবাইলের সিগন্যাল বারের পাশেই রয়েছে। ’
গ্রামীণফোন বিশ্বাস করে, ছোট কিন্তু রিমাইন্ডারটি কার্যকরি। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করবে।
গ্রামীণফোন ইতোমধ্যেই কর্মীদের কাজের জন্য ‘কন্টিজেন্সি’ পরিকল্পনা বাস্তবায়ন করেছে। বাংলাদেশে কোভিড-১৯ রোগ প্রতিরোধে গ্রাহকদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের ওপরও জোর দিয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআইএইচ/টিএ