ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: নিরাপদে ঘরে থাকার আহ্বান গ্রামীণফোনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
করোনা: নিরাপদে ঘরে থাকার আহ্বান গ্রামীণফোনের

ঢাকা: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে নিরাপদে ঘরে থাকার আহ্বান জানিয়েছে গ্রামীণফোন।

রোববার (২২ মার্চ) টেলিযোগাযোগ কোম্পানিটি বিজ্ঞপ্তিতে জানায়, সারাবিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এ সময়ে গ্রাহক, অংশীদার ও কর্মীদের নিরাপত্তাই আমাদের প্রথম এবং প্রধান বিবেচ্য।

এ প্রতিকূল ও অনিশ্চয়তার সময়ে গ্রাহক সেবাদানে আমাদের দায়িত্ব হিসেবে আমরা সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমিয়ে আনা এবং প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণে নিরলস কাজ করে যাচ্ছি।

‘সচেতনতামূলক কাজের অংশ হিসেবে, আজ থেকেই গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের মোবাইলে ‘স্টে হোম’ নিয়ে বার্তা পেয়েছেন। বার্তাটি গ্রাহকের মোবাইলের সিগন্যাল বারের পাশেই রয়েছে। ’

গ্রামীণফোন বিশ্বাস করে, ছোট কিন্তু রিমাইন্ডারটি কার্যকরি। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করবে।

গ্রামীণফোন ইতোমধ্যেই কর্মীদের কাজের জন্য ‘কন্টিজেন্সি’ পরিকল্পনা বাস্তবায়ন করেছে। বাংলাদেশে কোভিড-১৯ রোগ প্রতিরোধে গ্রাহকদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের ওপরও জোর দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।