ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার হোম কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার হোম কোয়ারেন্টিনে প্রতীকী ছবি

বরিশাল: করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টিনে গেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদার। ভারত থেকে ফিরে তিনি বাবুগঞ্জ উপজেলার সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

শনিবার (২১ মার্চ) ভারতে প্রায় দু’মাসের চিকিৎসাজনিত ছুটি কাটিয়ে দেশে ফিরেন সুজিত হাওলাদার।

তবে দেশে ফিরলেও ইউএনওর ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খানের কাছ থেকে নিজের দায়িত্বভার বুঝে নেননি তিনি।

এসি ল্যান্ডকে দায়িত্বে রেখেই রোববার (২২ মার্চ) ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে গেছেন ইউএনও সুজিত হাওলাদার।

এ বিষয়ে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারতে যাওয়ার আগে ছুটিতে যাওয়ার সময়ই আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। তার মেয়াদকাল ৩০ মার্চ পর্যন্ত রয়েছে। স্যার এসে দায়িত্ব না নিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। যেটা এখন বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য স্বাভাবিক একটা নিয়ম।

হোম কোয়ারেন্টাইনে থাকার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার সাংবাদিকদের জানান, চিকিৎসাজনিত কারণে দু’মাসের ছুটি নিয়ে সপরিবারে ভারতে গিয়েছিলেন তিনি। তবে ওই ছুটি ১৫ দিন বাকি থাকতেই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফিরে আসেন।

তিনি জানান, যদিও করোনা ভাইরাসে আক্রান্তের কোনো উপসর্গ তার শরীরে নেই, তবুও সরকারি সিদ্ধান্ত মোতাবেক বাড়তি সতর্কতা অবলম্বনের জন্যই স্বেচ্ছায় ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।