ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা হামে আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা হামে আক্রান্ত

বান্দরবান: বান্দরবানের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা হামে আক্রান্ত বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা।

রোববার (২২ মার্চ) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, ভর্তি হওয়া ৩৪ জন রোগীর মধ্যে ৫ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরীক্ষা করে তাদের শরীরে হামের লক্ষণ খুঁজে পাওয়া যায়।

তিনি আরও জানান, অজ্ঞাত রোগে ভর্তি রোগীদের হামের প্রতিষোধক দিয়ে ও ভিটামিন দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আক্রান্ত এলাকা লাইল্যা মুরুং পাড়া এবং আশপাশের পাড়ায় শিগগিরই হাম ও রুবেলার টিকা দেওয়া শুরু করা হবে।

জানা যায়, গত ১৩ মার্চ (শুক্রবার) অজানা রোগে আক্রান্ত হয়ে বান্দরবানের লামা উপজেলার পুরাতন লাইল্যা মুরুং পাড়ায় দুতিয়া ম্রো (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। পরে ১৬ মার্চ (সোমবার) বিকেলে লামা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার গহীনে অবস্থিত পুরাতন লাইল্যা মুরুং পাড়ায় সেনাবাহিনী, সাংবাদিক, স্থানীয় চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা যৌথভাবে রোগীদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।