ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ মজুদের দায়ে দীঘিনালায় আটক খাদ্যগুদাম কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
অবৈধ মজুদের দায়ে দীঘিনালায় আটক খাদ্যগুদাম কর্মকর্তা দীঘিনালায় আটক খাদ্যগুদাম কর্মকর্তা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় এক খাদ্য গুদামে অবৈধ মজুদ রাখার দায়ে ওই গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আটক করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে দীঘিনালার মেরুং খাদ্য গুদামে অভিযান চালিয়ে সরোয়ার হোসেন নামের ওই কর্মকর্তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, বিকেলে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উল্লাহ খাদ্য গুদামটিতে অভিযান চালান।

এ সময় তিনি সেখানে ছয় মেট্রিক টন চাল ও ১৪ মেট্রিক টন গম মজুদ পান। মজুদের বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় গুদামের কর্মকর্তা সরোয়ার হোসেনকে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, রাত পৌনে ৮টায় আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মজুদকৃত চাল ও গম কোন ব্যবসায়ীর তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ২২ মার্চ, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।