ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে আরও একজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
মিরপুরে আরও একজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ঢাকা: রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে করোনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

 

 


 

‘করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া’ সেই ব্যক্তি মিরপুরের যে বাসায় থাকতেন, ওই বাসার পাশেই এ ব্যক্তির বাসা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

 তার নমুনা পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল।  তবে সে পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।

প্রথম ব্যক্তির মৃত্যুর পর শনিবার (২১ মার্চ) ভোর থেকে ওই ভবনের ৩০টি পরিবারকে নজরদারিতে আনা হয়। লকডাউন করা হয় ভবনটি। তবে নিহত ব্যক্তি কীভাবে করোনা আক্রান্ত হন, তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে, বিদেশফেরত কেউ তাদের বাসায় নেই।

তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও আইইডিসিআর এ বিষয়ে আরও অনুসন্ধান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।