ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ 

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাসে সৃ্ষ্ট নাজেহাল পরিস্থিতিতে অাগামী বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। 

সোমবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।  

এছাড়াও ওইদিন থেকে ঢাকা-সিলেটের ২টি ফ্লাইট বিজি ৬০১, ৬০২ এবং ২৯ মার্চের বিজি ৪০১, ৪০১ ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-সৈয়দপুরের সব ফ্লাইট। অপর দিকে ২৭ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-বরিশালের সব ফ্লাইট। এই নিষেধাচজ্ঞাও ৩১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

বিমানের এমডি মোকাব্বির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
টিএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।