ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ইতালিফেরত ব্যক্তির মৃত্যু, ২ হাসপাতাল ১০ বাড়ি নজরদারিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
ইতালিফেরত ব্যক্তির মৃত্যু, ২ হাসপাতাল ১০ বাড়ি নজরদারিতে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে ইতালিফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ায় ওই দুটি হাসপাতালসহ তার বাড়ির আশপাশের ১০টি বাড়ি বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি আরও জানান, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা, সেটা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ দল ভৈরবে এসেছেন।

ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ভৈরবের জগন্নাথপুর এলাকার ওই ব্যক্তি ইতালি থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তিনি ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হন। রোববার (২২ মার্চ) রাত ১০টার দিকে পরিবারের লোকজন তাকে আবেদীন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ডক্টরস পয়েন্টে পাঠানো হয়। ডক্টরস পয়েন্টে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।