সোমবার (২৩ মার্চ) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা, সেটা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ দল ভৈরবে এসেছেন।
স্থানীয়রা জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ভৈরবের জগন্নাথপুর এলাকার ওই ব্যক্তি ইতালি থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তিনি ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হন। রোববার (২২ মার্চ) রাত ১০টার দিকে পরিবারের লোকজন তাকে আবেদীন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ডক্টরস পয়েন্টে পাঠানো হয়। ডক্টরস পয়েন্টে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এনটি