ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

করোনা উপসর্গ নিয়ে পালিয়ে ফেনী থেকে ঢাকা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
করোনা উপসর্গ নিয়ে পালিয়ে ফেনী থেকে ঢাকা 

ফেনী: জ্বর, সর্দি-কাশিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ফেনী থেকে পালিয়ে চিকিৎসার জন্য ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন এক গাড়ি চালক। তিনি প্রবাসফেরতদের তার গাড়িতে বহন করেছেন কয়েকদিন। পরে ওই ব্যক্তির খোঁজে তার অবস্থান করা বাড়িতে যায় স্বাস্থ্য বিভাগের লোকজন। কিন্তু তিনি আগেই পালিয়ে যাওয়ায় ওই বাড়ি লকডাউন করে দেওয়া হয়। 

ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পরে সোমবার (২৩ মার্চ) সকালে ওই ব্যক্তি নিজেই করোনা ভাইরাস শনাক্তের জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যান বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

 

তবে কীভাবে, কোন বাহনে তিনি ঢাকায় পৌঁছান তা জানা যায়নি।

ওই ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, ভোর ৫টায় তিনি আইইডিসিআরে পৌঁছান। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দেখা পান তিনি। তখন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাকে একটি কার্ড নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠান। কোনো ধরনের সুরক্ষা বলয়ের মাধ্যমে তাকে পাঠানো হয়নি।  

সবশেষ তথ্য অনুযায়ী, তিনি কুর্মিটোলা হাসপাতালে অবস্থান করছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর নর্থ-সাউথ ইউনিভার্সিটির অফিস সহকারী ছিলেন।

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে রোববার (২২ মার্চ) রাতে ওই ব্যক্তি অবস্থান করা সেতু বিল্ডিংটি 'লকডাউন' করে স্বাস্থ্য বিভাগ।

গত কয়েকদিন প্রবাসফেরত ব্যক্তিদের বিভিন্ন স্থানে ঘুরিয়ে ওই বাড়িতে উঠেছিলেন তিনি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যান।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।