সোমবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে সংগঠনটির এ কর্মসূচি চালাতে দেখা যায়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা এ সময় হ্যান্ডমাইকের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনাও প্রচার করেন।
এছাড়া অবিলম্বে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সব মত ও পথের মানুষ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে করোনা ভাইরাস মোকাবিলার উদ্যোগ গ্রহণসহ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে সরকারের কাছে সাত দফা দাবি পেশ করা হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈ বাংলানিউজকে বলেন, আমরা আমাদের সাধ্যমত করোনা ভাইরাসের বিরুদ্ধে গণপরিবহনে জীবাণুনাশক দিচ্ছি। আমরা সরকারের কাছে দাবি জানাই যেন দ্রুততার সঙ্গে আমাদের ঢাকার আর্মি স্টেডিয়ামসহ অন্যান্য স্টেডিয়ামকে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প বানিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ব্যবস্থা করা হয়। পাশাপাশি চিকিৎসকদের জন্য যেন সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরকেআর/টিএ