সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফুল আলম এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চিতলমারী উপজেলা সদর বাজারের নাজমুল শেখ, পরিতোষ কীর্ত্তনীয়া, চন্দ্র শেখর হাজরা, পরিতোষ সাহা, প্রদীপ সাহা, ইসমাইল হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফুল আলম বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল বিক্রি করছে। এমন খবর পেয়ে চিতলমারী উপজেলা সদর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে চাল ব্যবসায়ী নাজমুল শেখকে ২০ হাজার, পরিতোষ কীর্ত্তনীয়া ৩০ হাজার, চন্দ্র শেখর হাজরা ২০ হাজার, পরিতোষ সাহা ৩০ হাজার, প্রদীপ সাহা ১৫ ও ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও জনগুরুত্ব বিবেচনা করে সদ্য বিদেশফেরতদের বাসার সামনে সরকারিভাবে লাল পতাকা টানানো এবং চিতলমারী উপজেলার সকল গোহাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এনটি