ঢাকা: একুশে পদকপ্রাপ্ত লেখক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতেগভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সোমবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী বোরহানউদ্দিন ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক। সাহিত্য, শিল্প ও গবেষণায় তার অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রপথিক।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
টিআর/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।