ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ১৪ আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ১৪ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের বাবু মোড়লের ছেলে ওয়াসিম আলী,
নামাজ গ্রামের আজিবর রহমানের ছেলে ইমরান হোসেন, ভবেরবেড় গ্রামের হাকিম আলীর ছেলে শাওন মিয়া, কালা চানের ছেলে আকাশ, মৃত আব্দুল ব্যাপারীর ছেলে মুন্সী ব্যাপারী, রাজু শেখের ছেলে হানিফ শেখ, মৃত সৈদয় সরদারের ছেলে মজিবর সরদার, গাতিপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফজলু মিয়া, মালেক হোসেনের ছেলে অনিক হোসেন, পুটখালী গ্রামের জাকির হোসেনের ছেলে সবুজ হোসেন, সাদীপুর গ্রামের সাহেব আলীর ছেলে মমিন, ও আজিজুর রহমানের ছেলে হাসান।


 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিকেলে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।