ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ঝুঁকিপূর্ণ ৪ এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
শিবচরে ঝুঁকিপূর্ণ ৪ এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী

মাদারীপুর: করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে শিবচরে ঝুঁকিপূর্ণ চার এলাকায় শিবচর উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ও দোকানপাট বন্ধ রাখা ব্যবসায়ীদের মধ্যে যারা দরিদ্র রয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

খাদ্যসামগ্রী হিসেবে ওই এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা এবং দরিদ্র পাঁচশ পরিবারের জন্য প্রতি পরিবারে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ২ কেজি আলু ও ১টি সাবান সম্বলিত একটি করে প্যাকেট পৌঁছে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার ৪টি এলাকায় ৭৮ হাজার মানুষ নজরদারিতে রয়েছেন। নিজ এলাকার বাইরে কেউ যেতে পারছে না গত ৪ দিন ধরে। ওই এলাকাতে ২৫০ জন পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার ১৬টি পয়েন্টে পুলিশ পাহারায় রেখে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।

শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান জানান, প্রথম পর্যায়ে সোমবার আমরা পাঁচশ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে পরিবারের সংখ্যা ও খাবারের পরিমাণ বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।