করোনা ভাইরাসের (কোভিড-১৯) ঝুঁকি এড়াতে রোববার (২২ মার্চ) ও সোমবার (২৩ মার্চ) এসব হাট-বাজার বন্ধ ঘোষণা করেন পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। তবে বাজারগুলোতে প্রতিদিনের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বন্ধ ঘোষণা করা পাঁচ উপজেলাগুলো হলো- ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, চরফ্যাশন ও তজুমদ্দিন।
বোরহানউদ্দিনের বশির গাজী, চরফ্যাশনের রুহুল আমিন ও দৌলতখান উপজেলার ইউএনও জিতেন্দ্র কুমার নাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, কোভিড-১৯ বিস্তারের ঝুঁকি এড়াতে পাঁচ উপজেলার দেড়শ’টি সাপ্তাহিক হাট-বাজাগুলো পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সোমবার দুপুরে ভোলা ডিসি কার্যালয়ে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবরোধে জেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন বিবেচনা ও গণজমায়েত এড়ানোর লক্ষ্যে এবং জেলার বিভিন্ন এনজিও সমূহকে তাদের ঋণের কিস্তি আদায় সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. মাসুদ আলম সিদ্দিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় নতুন ২৪ জনসহ জেলায় ২৭২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে সদরে ৭৬ জন, দৌলতখানে ২৬ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, লারমোহনে ৩৬ জন, চরফ্যাশনে ৩৬ জন, তজুমদ্দিনে ৫৮ জন ও মনপুরা উপজেলায় ২৩ জন রয়েছেন। ভোলার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
করোনার বিস্তার প্রতিরোধে ভোলায় সর্বচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসআরএস