ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় বাসচাপায় যুবক নিহত, স্ত্রী-শাশুড়ি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
নগরকান্দায় বাসচাপায় যুবক নিহত, স্ত্রী-শাশুড়ি আহত

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও শাশুড়ি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা বিশ্বরোডে উপজেলার কাইলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- রবিউলের স্ত্রী স্মৃতি আক্তার (২০) ও শাশুড়ি কহিনুর বেগম (৫০)।

তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলায় এক আত্মীয়ের জানাজা নামাজ শেষ করে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরলেন রবিউল। পথে উপজেলার কাইলার মোড়ে দোলা পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রবিউল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আহত হন স্ত্রী ও শাশুড়ি।  

রবিউল উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনার পর হাইওয়ে পুলিশ মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।