সোমবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা বিশ্বরোডে উপজেলার কাইলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- রবিউলের স্ত্রী স্মৃতি আক্তার (২০) ও শাশুড়ি কহিনুর বেগম (৫০)।
স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলায় এক আত্মীয়ের জানাজা নামাজ শেষ করে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরলেন রবিউল। পথে উপজেলার কাইলার মোড়ে দোলা পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রবিউল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আহত হন স্ত্রী ও শাশুড়ি।
রবিউল উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনার পর হাইওয়ে পুলিশ মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ