ভারতের মোহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে মোহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষের সই করা এক চিঠিতে জানানো হয়, কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে মঙ্গলবার থেকে শনিবার (২৭ মার্চ) পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
এদিকে সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোট ম্যানেজার মইনুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বিশেষ নিরাপত্তায় বন্দরে লোড-আনলোড অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ