সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের রুহের মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার।
বিবৃতিতে শিরীন শারমিন জানান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ছিলেন শিক্ষক, গবেষক, রাজনৈতিক ও সর্বোপরি সাংস্কৃতিক আন্দোলনের একনিষ্ঠ নিবেদিতপ্রাণ এক কর্মী।
বরেণ্য এ সাহিত্যিকের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...)। বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সী এ সাহিত্যিকের মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসকে/এইচজে