সোমবার (২৩ মার্চ) ঢাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ দেশের সকল আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রিইস্যু কার্যক্রম চলবে।
দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৩। মৃত্যু হয়েছে ৩ জনের। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী নামছে।
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের (মনসুরাবাদ, চট্টগ্রাম) পরিচালক মো. আবু সাইদ বাংলানিউজকে বলেন, ‘পাসপোর্টের বায়োমেট্রিক কাজ বন্ধ করা হয়েছে। করোনা ভাইরাস মূলত হাত থেকেই বেশি ছড়ায়। তবে রিইস্যু চলমান থাকবে। কারণ রিইস্যু কাজে বায়োমেট্রিক দরকার হয় না। ’
পাসপোর্টের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের (সিরাজগঞ্জ) সহকারী পরিচালক অরূপ রতন চাকী বাংলানিউজকে বলেন, ‘ঢাকার প্রধান কার্যালয় থেকে সকালে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পাসপোর্টের সব কার্যক্রম বন্ধ থাকবে। মূলত করোনার সংক্রামক ঠেকাতেই নতুন পাসপোর্টের সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এমআইএস/ওএইচ/এজে/