সোমবার (২৩ মার্চ) দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত মনিরুজ্জামান তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেবজোত এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ভারতসহ বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে তদারকি করা হয়। আর এসময় সম্প্রতি বিদেশ ভ্রমণ করে দেশে আসা মনিরুজ্জামানকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে হোম কোয়ারেন্টিন পালন না করার দায়ে ছয় হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসআরএস