পঞ্চগড়: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সঙ্গে সঙ্গে বাংলাদেশও সংক্রমিত হয়েছে। আর দেশের মানুষের স্বাস্থ্য-সুরক্ষার কথা বিবেচনা করে যেসব এনজিও’র ক্রেডিট প্রোগ্রাম (ক্ষুদ্র ঋণ) চালু রয়েছে, তাদের ঋণ আদায়ের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সব এনজিও’র ঋণ আদায় বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
সোমবার (২৩ মার্চ) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যেসব এনজিও’র ক্রেডিট প্রোগ্রাম (ক্ষুদ্র ঋণ) চালু রয়েছে আপাতত তাদের তা স্থগিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসআরএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।