সোমবার দুপুরে (২৩ মার্চ) নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. নাসিম আহমেদ শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে অবস্থিত ওই ব্যক্তির প্রতিষ্ঠানে গিয়ে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মো. আসিফ আমীর (৫৫) নামে এক সুতা ব্যবসায়ী ভারত থেকে গত ১৮ মার্চ দেশে ফিরেছেন।
এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, এ পর্যন্ত ৩৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর মধ্যে কেউ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ