ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে হোম কোয়ারেন্টিন না মানায় ব্যবসায়ীর অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
সৈয়দপুরে হোম কোয়ারেন্টিন না মানায় ব্যবসায়ীর অর্থদণ্ড

নীলফামারী: সৈয়দপুরে হোম কোয়ারেন্টিন না মানায় ভারত থেকে ফিরে আসা এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে (২৩ মার্চ) নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. নাসিম আহমেদ শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে অবস্থিত ওই ব্যক্তির প্রতিষ্ঠানে গিয়ে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মো. আসিফ আমীর (৫৫) নামে এক সুতা ব্যবসায়ী ভারত থেকে গত ১৮ মার্চ দেশে ফিরেছেন।

এর পর থেকে তিনি দিব্যি দোকানদারী করছিলেন। হোম কোয়ারেন্টিনের আদেশ অমান্য করে ব্যবসা ও লোকসমাগমে মিশে যান। খবর পেয়ে দোকান ঘরেই আটক করা হয় তাকে এবং তাৎক্ষণিক জরিমানা আদায় করে পুনরায় হোম কোয়ারেন্টিনে পাঠান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, এ পর্যন্ত ৩৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর মধ্যে কেউ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।