সোমবার (২৩ মার্চ) জেলা প্রশাসকের উদ্যোগে এ নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলাব্যাপী মাইকিং করা হয়েছে।
সন্ধ্যায় শহরে দোকান-পাট বন্ধ রাখতে মাইকিং করতে দেখা গেছে।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব জানান, সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ব্যবসায়ী নেতাদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি নিশ্চিত করেন তিনি।
এর আগে গত রোববার (২২ মার্চ) বিকেল থেকে জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের দোকান-পাট বন্ধ করে দেন উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমূল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসমাগম কমাতে সীমিত আকারে হাটবাজার বন্ধ রাখা হয়েছে।
এছাড়া আগামী মঙ্গলবার ও শনিবারের সাপ্তাহিক হাটও বন্ধের ঘোষাণা দেওয়া হয়েছে। আমরা প্রবাসীদের পরিবারকে তাদের স্বজনদের বাড়িতে অবস্থানের কঠোর নির্দেশনাও দিয়েছি।
জেলার নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমান জানান, উপজেলার বিভিন্ন হাট-বাজারের জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান-পাট সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখতে মাইকিং করা হয়েছে। বিদেশ থেকে আগমনকারীদের ওপর তদারকি করা হচ্ছে। কেউ এ নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু আলী মোহম্মাদ সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে জেলাব্যাপী আগাম সতর্কতা অবলম্বন করতে সন্ধ্যার পর থেকে জরুরি দোকান-পাট ছাড়া অন্য সব দোকান-পাট ও জনসমাগম নিষেধ করে মাইকিং করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ