ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

করোনাকে সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করে গেজেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
করোনাকে সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করে গেজেট

ঢাকা: উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নভেল করোনা ভাইরাসকে সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ১৯ মার্চ এই গেজেট জারি করে। মঙ্গলবার (২৩ মার্চ) তা প্রকাশ করা হয়েছে।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর ধারা-৪(ভ)-এ বর্ণিত ক্ষমতাবলে সরকার নভেল করোনা ভাইরাসকে (কোভিড-১৯) সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করেছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম দুজন করোনা রোগী শনাক্ত হন। এখন পর্যন্ত এ ভাইরাসের সংক্রমণে দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৩ জন। গেজেটে গত ৮ মার্চকে বাংলাদেশে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম তারিখ ধরা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর গত ১৮ মার্চ করোনা ভাইরাসকে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে গেজেট জারির নির্দেশ দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০ 
এমআইএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।