ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নমুনা সংগ্রহে আইইডিসিআরের দল গাইবান্ধায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
নমুনা সংগ্রহে আইইডিসিআরের দল গাইবান্ধায়

গাইবান্ধা: গাইবান্ধায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৩৯ জন। এদের নমুনা সংগ্রহের জন্য ঢাকা থেকে আইইডিসিআরের একটি দল এসেছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সিভিল সার্জন এবিএম আবু হানিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, বিকেল ৪টার দিকে আইইডিসিআরের একটি দল গাইবান্ধায় এসে পৌঁছেছে।

জেলার সাদুল্লাপুর উপজেলায় করোনায় আক্রান্ত আমেরিকা প্রবাসী মা-ছেলে যে বাড়িতে বিয়ের দাওয়াত খেয়েছিলেন সেই নির্দিষ্ট বাড়িটির পরিবারের লোকজনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্যবিভাগ।  

সেই পরিবারটির স্বাস্থ্য পরীক্ষা এবং নমুনা সংগ্রহের জন্য ঢাকা থেকে আইইডিসিআরের একটি দল গাইবান্ধার সাদুল্লাপুরের উদ্দেশে রওনা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫২ জনসহ মোট ১৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৩৩ জনের।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাইবান্ধায় দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা সর্ম্পকে মা ও ছেলে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।