সোমবার (২৩ মার্চ) বিকেলে সিভিল সার্জন এবিএম আবু হানিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৪টার দিকে আইইডিসিআরের একটি দল গাইবান্ধায় এসে পৌঁছেছে।
সেই পরিবারটির স্বাস্থ্য পরীক্ষা এবং নমুনা সংগ্রহের জন্য ঢাকা থেকে আইইডিসিআরের একটি দল গাইবান্ধার সাদুল্লাপুরের উদ্দেশে রওনা হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫২ জনসহ মোট ১৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৩৩ জনের।
তিনি আরও জানান, এ পর্যন্ত গাইবান্ধায় দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা সর্ম্পকে মা ও ছেলে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ