ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
ভোলায় পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

ভোলা: ভোলা সদর ও লালমোহনে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্য সড়ক দুর্ঘটনায় সদর উপজেলায় জয়নাল (৭০) ও অহিদ (৫২) এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালমোহনে মিলন (২০) নিহত হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সদর উপজেলার দুজনের বাড়ি পশ্চিম ইলিশা এবং লালমোহনে মারা যাওয়া ব্যক্তির বাড়ি গজারিয়া এলাকায়।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান জানান, সদরের জাঙ্গালিয়ায় মালিবাহী ট্রলি পথচারী জয়নালকে  চাপা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপার অহিদ ট্রলি থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারী ও ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে হেলপারের মৃত্যু হয়।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রলিটি আটক করেছে।

অপরদিকে লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মানুষ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।