মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সদর উপজেলার দুজনের বাড়ি পশ্চিম ইলিশা এবং লালমোহনে মারা যাওয়া ব্যক্তির বাড়ি গজারিয়া এলাকায়।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান জানান, সদরের জাঙ্গালিয়ায় মালিবাহী ট্রলি পথচারী জয়নালকে চাপা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপার অহিদ ট্রলি থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারী ও ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে হেলপারের মৃত্যু হয়।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রলিটি আটক করেছে।
অপরদিকে লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মানুষ।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আরএ