ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার মুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার মুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দু’টি শর্তে ছোটভাই শামীম ইস্কান্দারের জিম্মায় কিছুক্ষণের মধ্যেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,দু'টি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে।

এক ঢাকার নিজ বাসায় তার চিকিৎসাসেবা নিতে হবে ও দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন না। জিওতে (গর্ভমেন্ট অর্ডা) স্বাক্ষর হয়ে গেছে। আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, সেটা সম্পন্ন হলে খালেদা জিয়াকে ছাড়া হবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দুই বছর দুইমাস ধরে খালেদা জিয়া কারাগারে আছেন। দু’টি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আছেন। তার ছোট ভাই শামীম ইস্কান্দাদের ব্যক্তিগত অনুরোধ ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া যায় কিনা সে জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আমাদের কাছে যখন আসে তখন আমরা প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা চেয়ে পাঠিয়েছিলাম। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই, তার বোন ও বোনের স্বামী ব্যক্তিগতভাবে মুক্তি চেয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে মানবতার নেতা, তাকে যে মাদার অফ হিউম্যানিটি বলা হয় সেটা তিনি আবার প্রমাণ করলেন। আজ তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া নির্দেশনা কিছুক্ষণ আগে আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনার এও জানেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন তার ছেলে মৃত্যুবরণ করেছিলেন, সেদিন তারা তাদের গেটটি খোলার প্রয়োজন মনে করেনিনি।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুক্ষণের মধ্যেই ছাড়া পাবেন। জিওতে সচিব স্বাক্ষর করেছেন। এখানে আইজিপ্রজিন রয়েছেন, তিনি বাকি কাজটুকু করবেন।

শর্তভঙ্গ করলে তার মিুক্তি বাতিল হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।