বুধবার (২৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম আল আমিন।
পুলিশ জানায়, বান্দরবান-কেরানীহাট সড়কের মানুরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বিজিবি সদস্য আল আমিন নিহত হন। আহত হন আরও ৪ জন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্য মারা গেছে। আহত হয়েছে আরও কয়েকজন। হতাহতদের উদ্ধার করে বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এনটি