ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ট্রাক উল্টে বিজিবি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
বান্দরবানে ট্রাক উল্টে বিজিবি সদস্য নিহত

বান্দরবান: বান্দরবানে মাল বোঝাই ট্রাক উল্টে আল আমিন নামে এক বিজিবি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম আল আমিন।

তিনি বিজিবির বরকল ৪৫ ব্যাটালিয়ন সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, বান্দরবান-কেরানীহাট সড়কের মানুরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বিজিবি সদস্য আল আমিন নিহত হন। আহত হন আরও ৪ জন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্য মারা গেছে। আহত হয়েছে আরও কয়েকজন। হতাহতদের উদ্ধার করে বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।