বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কে ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বগুড়াগামী লবণবোঝাই একটি ট্রাকের সঙ্গে বগুড়া থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা (স্টেশন অফিসার) রতন হোসেন বাংলানিউজকে বলেন, নিহতরা লবণবোঝাই ট্রাকের আরোহী।
তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
কেইউএ/এএটি