ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এ আরোহী। 

বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ভায়াডাক্ট (সেতুর উপর উঠার আগের অংশ) অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় টোল দিয়ে মোটরসাইকেলটি সেতু পার হওয়ার জন্য যাচ্ছিল। এসময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অজ্ঞাতপরিচয় এক আরোহী ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহক হয় অপরজন।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।