বুধবার (২৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এলাকায় এসিআই গোদরেজ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আসলাম হোসেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের মৃত মহরম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভদ্রঘাট এলাকায় এসিআই গোদরেজের পণ্যবাহী একটি ট্রাক বের হয়ে মহাসড়কে উঠছিল। এ সময় বালুবাহী অপর একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়া সেময় এসিআইয়ের ট্রাকটিকে সাইড দিতে গিয়ে রাস্তার সাইডে থাকা পথচারী আসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এনটি