ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাট সদর হাসপাতালে পিপিই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
বাগেরহাট সদর হাসপাতালে পিপিই বিতরণ

বাগেরহাট: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের বিনামূল্যে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সিটিল্যাব নামে একটি বেসরকারি ডায়াগস্টিক ও কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে একটি প্রতিষ্ঠান এ পিপিই বিতরণ করেন। দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে পিপিই তুলে দেন সিটিল্যাবের পরিচালক সরদার নাসির উদ্দিন।

এসময় সদর হাসপাতালের সিনিয়র কনসালটেশন (অর্থপেডিক্স) ডা. এসএম শাহরেওয়াজ, মেডিসিন কনসালটেন্ট সাঈদ আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।